আজ কক্সবাজারে আসছেন হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি

আরিয়ান খান, কক্সবাজার।।
জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি‘র গণ-সংবর্ধনা আজ (২৮ জানুয়ারি)। রবিবার ঢাকা থেকে বিমানযোগে বেলা সাড়ে ১২ টায় কক্সবাজার পৌঁছে তিনি সার্কিট হাউসে অবস্থান করবেন। সেখান থেকে বিকাল ৩ টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিতব্য সংবর্ধনা সভায় যোগদান করবেন।

সংবর্ধনা সভায় প্রধান অতিথি থাকবেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। সভাপতিত্ব করবেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। সভায় জেলা উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

সংবর্ধনা সভা শেষে হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি বিকাল সাড়ে ৫ টায় রামুর উদ্দ্যেশ্য যাত্রা করবেন এবং ওসমান ভবনে পৌঁছে সেখানই রাত্রি যাপন করবেন। পরদিন সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১১ টায় রামু চৌমুহনী স্টেশন ও বাজার পরিদর্শন করবেন তিনি। বিকাল ৩ টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপস্থিত এবং সাড়ে ৫ টায় কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

মাননীয় হুইপের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত বাজাস/হুইপ/ সফর/ ২০২৪(১) স্বারকে এ তথ্য জানা যায়। এদিকে নবনিযুক্ত হুইপ সাইমুম সরওয়ার কমল এমপির কক্সবাজার আগমনকে ঘিরে কক্সবাজার জেলা আওয়ামী লীগ, কক্সবাজার পৌরসভা, সদর, ঈদগাঁও এবং রামু উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে।