ঈদগাঁও উপজেলার ৫ ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও।।
কক্সবাজার জেলার নবম উপজেলা তথা নবগঠিত ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা এর নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল স্বাক্ষরিত এক অফিস আদেশে জানা গেছে, আগামী ২৮ এপ্রিল ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দশ মার্চ রবিবার স্বাক্ষরিত পত্রটিতে বলা হয়, আগামী ২৮ এপ্রিল দেশের দশটি জেলার দশটি উপজেলার ২২ টি ইউনিয়নে এক যোগে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়ন হচ্ছে ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, ঈদগাঁও ও পোকখালী। এ লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন সচিবালয় ১০ মার্চ তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল হচ্ছেঃ মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ মার্চ বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১ এপ্রিল সোমবার। আপিল দায়ের ২ থেকে ৪ এপ্রিল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার। আপিল নিস্পত্তি ৫ থেকে ৭ এপ্রিল শুক্রবার থেকে রবিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ এপ্রিল সোমবার। প্রতীক বরাদ্দ ৯ এপ্রিল মঙ্গলবার। ভোট গ্রহণের তারিখ ২৮ এপ্রিল রবিবার।