

।। মোঃ রেজাউল করিম, ঈদগাঁও।।
ঈদগাঁওতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল উপজেলা প্রশাসন গতকাল চিত্রাংকন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করে।
ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা।
বক্তব্য রাখেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, ঈদগাহ রশিদ আহমদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জসীম উদ্দীন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, বীর মুক্তিযোদ্ধা সহ সংশ্লিষ্টরা। স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাশেদুল হাসান মোঃ মহি উদ্দিন।
এসময় বক্তারা মহান ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বলেন, তাদের আত্মদানের মাধ্যমেই মহান একুশে ফেব্রুয়ারি আজ বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করেছে
আলোচনা সভাশেষে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিথিরা।