
এম. এ. রহমান সীমান্ত, উখিয়া: কক্সবাজার জেলার উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া তেতুলতলা নামক এলাকায় পরকিয়া সন্দেহে’র জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ছৈয়দ করিম (৪৬) নামের এক জেঠাতো ভাই নিহত হয়েছে। নিহত ব্যক্তি ওই এলাকার আবুল কাশেমের ছেলে।
২৭ফেব্রুয়ারী(মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। হত্যাকারী ছালামত উল্লাহ (৩৮) নিহতের চাচাতো ভাই। ছালামত উল্লাহ’র স্ত্রীর সাথে জেঠাতো ভাই ছৈয়দ করিমের পরকিয়া সম্পর্ক রয়েছে মর্মে সন্দেহ থেকে বাকবিতন্ডার এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে। এতে গুরুতর জখমী ছৈয়দ করিমকে নিকটাত্বীয়স্বজনরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহাকে মৃত ঘোষনা করেন।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শামীম হোসেন।