

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।
বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী (রাহ.) এর ওফাত দিবসে ফাতেহা-এ ইয়াজ দাহুম উপলক্ষে কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সে অনুষ্ঠিত মাহফিলে ইছালে ছওয়াব শেষ হয়েছে।
৪ অক্টোবর শনিবার ভোরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশের আয়োজনে দুইদিনব্যাপী এ মাহফিল সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বায়তুশ শরফের পীর আল্লামা শায়খ আবদুল হাই নদভী। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনাদর্শেই মানবতার মুক্তি, সমৃদ্ধি, শান্তি ও স্বস্তি নিহীত রয়েছে। বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম, এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহসহ প্রখ্যাত আলেম-ওলামাগণ বক্তব্য রাখেন।
পরে আখেরী মোনাজাত পরিচালনা করেন আল্লামা বায়তুশ শরফের পীর শায়খ আবদুল হাই নদভী। এতে বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করেন ধর্মপ্রাণ মুসল্লীরা।