
।। আরিয়ান খান, কক্সবাজার।।
মহেশখালীতে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তীর্থস্থান আদিনাথ মন্দিরের শিবচতুর্দশী পূজা ও মেলা শুরু হয়েছে। ১০ দিনব্যাপী এ মেলা ও শিবচতুর্দশী পূজা উপলক্ষ্যে ভারত, নেপাল, শ্রীলংকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পূর্ণার্থীর ঢল নামে। দিনভর নানা ধর্মীয় আচার-আনুষ্ঠানিকতায় সময় পার করেন ভক্তরা।
অন্যান্য বছর মেলায় বিনোদনমূলক নানা অনুষ্ঠানের আয়োজন করা হলেও এ বছর তেমন কোনো অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন।
মেলার আয়োজকেরা জানান, আদিনাথ মন্দিরে শিব দর্শন করার জন্য এবার তীর্থযাত্রীরা সরাসরি গাড়িযোগে চকরিয়া বদরখালী হয়ে মহেশখালীর আদিনাথে আসছে। এছাড়াও সমুদ্রপথে কক্সবাজার থেকে মহেশখালী আদিনাথ জেটিসহ দুই জেটি হয়ে তীর্থযাত্রীরা মেলায় আসছে। তবে এসময় বিপুল মানুষের ঢলের কারণে অনেক যাত্রী দুর্ভোগের শিকার হয়েছেন।
সীতাকুণ্ড স্নাইন কমিটির প্রতিনিধি প্রতীক চন্দ্র দে জানান, গতকাল সন্ধ্যা ৮ টা ২৯ মিনিট থেকে লগ্ন শুরু হয়ে আজ সন্ধ্যা ৬ টা ১২ মিনিট পর্যন্ত তিথি থাকবে । পূজা শেষ হলে মেলা চলবে ১৭ মার্চ পর্যন্ত।
গতকাল শুক্রবার সরজমিনে মন্দির প্রাঙ্গনে গিয়ে দেখা যায়, বিভিন্ন পণ্য নিয়ে মেলা প্রাঙ্গণে স্টল বসিয়েছেন ব্যবসায়ীরা। মেলায় বিভিন্ন নাস্তার দোকান, হস্তশিল্পসহ নানা পণ্যের বিক্রি চলছে।
আদিনাথ মন্দির সংস্কার কমিটির সভাপতি শান্তি লাল নন্দি বলেন, মেলা সুন্দরভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন কমিটি করা হয়েছে । দূর–দূরান্ত থেকে আসা তীর্থযাত্রীদের সেবা দেওয়ার জন্য মেলা প্রাঙ্গণে কাজ করবেন স্বেচ্ছাসেবক। এছাড়া পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা চাদরে ঢাকা থাকছে মেলা প্রাঙ্গন।
মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, উপমহাদেশের হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তীর্থস্থান মহেশখালী আদিনাথ মন্দির। মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আদিনাথ মন্দির এলাকায় নিরাপত্তায় নিশ্চিত করা হয়েছে। পূজা ও মেলা সুন্দরভাবে শেষ করতে দর্শনার্থী ও মহেশখালী বাসির সহযোগিতা কামনা করেছেন তিনি।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীকি মারমা জানান, আদিনাথ মন্দিরের পূজা ও মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
এদিকে পূজা ও মেলা’কে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ করতে বিভিন্ন কমিটি ছাড়াও স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা’সহ একাধিক সংগঠন কাজ করছে।