কক্সবাজার জেলার রামুতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি পালিত

রামু প্রতিনিধি
কক্সবাজারের রামুতে তিন দফা দাবি আদায় ও সহকারী শিক্ষকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে পুলিশি হামলার প্রতিবাদে উপজেলার ৮২টি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালিত হয়েছে। কর্মবিরতি চলাকালে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ রামু শাখার উদ্যোগে রবিবার, ৯ নভেম্বর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষক নেতৃবৃন্দ অবিলম্বে ১০ম গ্রেড বাস্তবায়ন, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের স্থায়ী সমাধান ও শতভাগ পদোন্নতি প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এছাড়াও সভায় কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সকল শিক্ষকদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করার আহবান জানানো হয়।

সভায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ রামু শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- শফিউল আলম, জামাল হোছাইন চৌধুরী, গৌরাঙ্গ শর্মা, মো. ছৈয়দ নুর, মুহাম্মদ আমীনুদ্দীন, ওবাইদুল হক, অধীর শর্মা, আমিনুল হক, আনছার উদ্দিন, সাইফুল ইসলাম, আমানুল হক, কনক বড়ুয়া, জাফর আলম, চম্পক বড়ুয়া, উপেল বড়ুয়া, বখতিয়ার উদ্দিন, মোসলেহ উদ্দিন, অংছিং, নাছির উদ্দিন, তাজুল বড়ুয়া, আকলিমা সাইরিন, ছালেহা বেগম, খাদিজা খানম, ঈষিতা বড়ুয়া, মো. তাজ উদ্দিন, মো. বেদারুল আলম, সংকেশ বড়ুয়া, জেবুল হাকিম, ওসমান সরওয়ার, জয়নাল আবেদীন, সনজিত বড়ুয়া, মো. ধীমান হোসাইন, মো. আতিকুর রহমান, পার্থ ঘোষ শুভ, কাজী মো. ইসমাঈল, মোহাম্মদ কামাল, মোহাম্মদ হারুনুর রশিদ প্রমূখ।

সভায় বক্তারা- দাবি আদায়ের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে সহকারী শিক্ষকদের পুলিশি হামলার তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জানান।