
।। আরিয়ান খান, কক্সবাজার ।।
কক্সবাজার বায়তুশ শরফ শাহ্ মীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদ্রাসা মাঠে মাদ্রাসার পরিচালনা পর্ষদ সম্পাদক ও বায়তুশ শরফ কমপ্লেক্স এর সমন্বয়ক মাওলানা শফিউল আলমের সভাপতিত্বে ৩ মার্চ রবিবার অনুষ্ঠিত হয়।
এসব প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী জার্মান নাগরিক মিস আনিয়া। তার সঙ্গে উপস্থিত একই সংগঠনের কর্মী মাহতাব রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ শাহ্ মীর আখতর (রাঃ) ফোরকানিয়া ও নুরানী মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষাবিদ ও সমাজ সেবক, বহু সফল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মহাপরিচালক এম.এম. সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, বায়তুশ শরফের প্রান প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্ঠা শাহ্ মীর আখতর (রাঃ) নাম অনুসারে কক্সবাজার প্রথম নূরানী মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। বিশুদ্ধ কোরআন শিক্ষার জন্য নুরানী মাদ্রাসার প্রয়োজনীয়তা অপরিসীম। হাদীয়ে জামান হযরত মাওলানা আবদুল জব্বার (রাঃ) ১৯৭১ সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। প্রধান অতিথি বলেন এই মাদ্রাসা থেকে শিক্ষাথীরা ভবিষ্যতে দক্ষ আলেম হিসাবে নিজেদের তৈরী করে দেশ ও সমাজকে আলোকিত করতে সক্ষম হবে এই প্রত্যাশা করি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের জেনারেল ম্যানেজার শহীদ উদ্দীন মাহমুদ, বায়তুশ শরফ শাহ্ কুতুব উদ্দীন আর্দশ দাখিল মাদ্রাসার সুপার আবদুল মজিদ নদিম, অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন ৩য় শ্রেনীর ছাত্র জাফরুল ইসলাম রাফি আরও উপস্থিত ছিলেন সকল শিক্ষক ও অভিভাবক/ অভিভাবিকা ও গণমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ছাত্র/ছাত্রী।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর সিনিয়র শিক্ষক নিজামুল বাহার।