

আরিয়ান,খান কক্সবাজার- কক্সবাজার এক দিনে তিনটি স্হানে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ টি দোকানসহ ১৫ টির অধিক বসতঘর পুড়ে গেছে।
স্হানীয়রা জানান, বিকেল ৫ টার দিকে ফদনার ডেইলে আগুন লাগে, এরপরে রাত সাড়ে ১০ টায় নুনিয়াছড়া এবং এরপর রাত সাড়ে ১২ টার দিকে কিতুবদিয়া পাড়ায় আগুন লাগে। কক্সবাজার শহরের নুনিয়াছড়ায় বৈদ্যুতিক তারের আগুনে দুইটি দোকাননের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও কুতুবদিয়া পাড়া ও ফদনার ডেইলে ১৭ টি বসতঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন স্হানীয়রা।