
সোয়েব সাঈদ, রামু।।
রামু উপজেলার বৃহৎ সামাজিক সংগঠন দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ৯ ফেব্রুয়ারি চকরিয়া উপজেলার আজিজনগর এনআইসি লেকে নানা আয়োজনে মুখরিত ছিলো এ মিলনমেলা। লেকের নান্দনিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল-ড্রসহ দিনব্যাপী আয়োজনে উৎসব আমেজে ভরপুর ছিলো এ মিলনমেলা। এতে অংশ নেন, দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের শতাধিক সদস্য।
বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। পরে লেকের পাড়ে মাস্টার জামাল হোছাইন চৌধুরীর সঞ্চালনায় প্রাণবন্ত আড্ডায় অংশ নেন- দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের আহবায়ক নুরুল আজিম কোম্পানী, দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের সদস্য সচিব ও একে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ¦ আবুল কালাম আজাদ, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, নুরুল আজিম খাঁন, ব্যাংকার সৈয়দ করিম, নুরুল আমিন নয়ন, ফয়েজ আলম, মৌলানা আবদুল মালেকসহ সংগঠনের নেতৃবৃন্দ।
আড্ডায় অংশ নেতৃবৃন্দ বলেন- সমাজে পিছিয়ে পড়া অসহায় জনগোষ্টির কল্যাণে সেবার মানসিকতা নিয়ে “দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরাম’ ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে খাদ্য সহায়তাসহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে প্রান্তিক মানুষের জন্য সহায়ক হিসেবে কাজ করছে। এরই অংশ হিসেবে সরকার ও উন্নয়ন সহযোগি প্রতিষ্ঠানের সমন্বয় করে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের জনসাধারণের কল্যাণে অবদান রেখে যাচ্ছে। এ সংগঠন প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের কল্যাণ, নারী ও শিশু সুরক্ষা কার্যক্রম, শিক্ষা সহায়তা, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নেও ভূমিকা রাখছে। আগামীতে ইউনিয়নবাসীর মানসম্মত শিক্ষা নিশ্চিত করা ও সুশিক্ষিত জনগোষ্ঠি সৃষ্টির মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়নে এ সংগঠন কাজ করে যাবে। এজন্য সবার সহযোগিতা কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে মিলনমেলার সমাপ্তি হয়।