
আরিয়ান খান, কক্সবাজার।।
টেকনাফের হ্নীলায় আলীখালী গহীন পাহাড়ে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় রফিক নামের একজন নিহত হয়। গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) রফিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মুজিব জানান, পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে ক্যাম্পের কয়েকজন জানান, নিহত রফিক রোহিঙ্গা ডাকাত হিসেবে পরিচিত। সাধারণ মানুষকে জিম্মি করে পাহাড়ে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায় করতো সে। মুক্তিপণ দিতে না পারলে হত্যার ঘটনাও ঘটাতো রফিক।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি মুঠোফোনে স্থানীয়দের বরাদ দিয়ে জানান, এলাকায় জনশ্রুতি আছে রফিক ডাকাতির কাজে জড়িত।