

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।
‘রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য গঠিত টাস্কফোর্স’এর তত্ত্বাবধানে মাদক চোরাচালান এবং মাদকের ব্যবহার রোধে এক সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুুল আলম।
এতে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, সচেতনতা বৃদ্ধি পেলে মানুষ মাদক থেকে বিরত থাকবে, কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে। দীর্ঘমেয়াদে এটি সামাজিক আন্দোলনে পরিণত হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করবে।
ক্যাম্পেইনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, একাধিক উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, এসিল্যান্ড, ডাক্তার, কলেজের অধ্যক্ষ এবং স্কুল ও মাদ্রাসাসমূহের প্রধান শিক্ষকগন, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় শিক্ষক, ছাত্র-ছাত্রী প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।