

সোয়েব সাঈদ, রামু।।
কক্সবাজারে আঞ্জুমানে ইত্তেহাদুল মদারিস (কওমী মাদরাসা শিক্ষা বোর্ড) বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা তিনটায় রামুর চাকমারকুল আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন- চকরিয়া আল বালাগুল মুবিন মাদরাসার মুহতামিম মাওলানা মূফতী এনামুল হক। এতে প্রধান অতিথি ছিলেন- আঞ্জুমানে ইত্তেহাদুল মদারিস বাংলাদেশ এর মহাসচিব আল্লামা ওবাইদুল্লাহ হামজা।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- আঞ্জুমানে ইত্তেহাদুল মদারিস বাংলাদেশ এর সহ সভাপতি মাওলানা মুহাম্মদ মুসলিম ও সহ সভাপতি মাওলানা মূফতী কেফায়াতুল্লাহ শফিক।
কক্সবাজারের ৯টি উপজেলার কওমী মাদ্রাসা প্রধান ও শীর্ষ আলেমগণের উপস্থিতিতে এ সমাবেশে পটিয়া আল-জামেয়া ইসলামিয়া মাদ্রাসা ও আঞ্জুমানে ইত্তেহাদুল মদারিস (কওমী মাদরাসা শিক্ষা বোর্ড) বাংলাদেশ কেন্দ্রীক চলমান অপ্রীতিকর ও বেআইনী ঘটনা প্রবাহের ব্যাপারে গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করা হয়। বিশেষতঃ দারুল উলুম দেওবন্দের মূলনীতি ও কওমী মাদরাসার সংবিধান গঠনতন্ত্রের সুস্পষ্ট বিধি-বিধান লংঘন করে গত ১৪ ফেব্রুয়ারি পটিয়া আল-জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত তথাকথিত অবৈধ শুরা ও তথায় গৃহিত সিদ্ধান্তসমূহ প্রত্যাখান করা হয়। সমাবেশে বক্তারা, আল্লামা মুহাম্মদ সুলতান যাওক নদভী ও আল্লাহ ওবাইদুল্লাহ হামজার নেতৃত্বে নিয়মতান্ত্রিকভাবে চলমান আঞ্জুমানে ইত্তেহাদুল মদারিস (কওমী মাদরাসা শিক্ষা বোর্ড) বাংলাদেশ এর কার্যক্রমকে গতিশীল করার প্রতি গুরুত্বারোপ করেন। এছাড়াও সমাবেশে উপস্থিত কক্সবাজার জেলার সকল কওমী মাদরাসার নেতৃবৃন্দ যে কোন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন- মহেশখালী গোরকঘাটা জামিয়ার মুহতামিম মাওলানা আবদুল মুনায়িম, কক্সবাজার পোকখালী জামিয়া এমদাদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আজিজুদ্দীন, চাকমারকুল আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম, রাজারকুল আজিজুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মোহছেন শরীফ, মহেশখালী ঝাপুয়া মাদরাসার মুহতামিম মাওলানা ফয়জুল্লাহ, কক্সবাজার রহমানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মূফতী সোলাইমান কাসেমী, রামু আল জামেয়াতুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ শামসুল হক, রামু সাতঘরিয়া পাড়া মাজহারুল মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ হারুন, কক্সবাজার জামিয়াতুল ইমাম মুসলিম (র.) মাদরাসার প্রতিনিধি মাওলানা সাউদ নিজামী, উনচিপ্রাং বড় মাদরাসার মাওলানা তাহের নঈম, টেকনাফের হ্নীলা জামেয়া দারুসসুন্নাহ মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা ইউনুস, চকরিয়া বহদ্দারকাটা মাদরাসার মাওলানা হোসাইন আহমদ, কক্সবাজার লাইট হাউজ মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ আলী, বাংলাবাজার যায়িদ বিন সাবিত (র.) মাদরাসার মুহতামিম মাওলানা মুবিনুল হক, উখিয়া ডিগলিয়া পালংয়ের মাওলানা আবদুল খালেকসহ জেলার অর্ধ শতাধিক কওমী মাদরাসার মুহতামিম ও প্রতিনিধিবৃন্দ।