
সোয়েব সাঈদ, রামু: কক্সবাজার জেলার রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বদুপাড়া গ্রামে ছুরিকাঘাতে নাজেম মওলা সাহেদ ছায়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২৬ মার্চ, মঙ্গলবার রাত ১০ টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। নিহত নাজেম মওলা সাহেদ ছায়া কচ্ছপিয়ার রূপনগর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বড় জাংছড়ি এলাকায় পেঠান সওদাগরের ছেলে দেলোয়ার হোসেন ও বদু পাড়া এলাকায় মো. আলীর ছেলে ওসমান মদ্যপান করে একটি লাকড়ির গাড়ি থামান। এসময় সে ওই গাড়ির চালককে বকাবকি করছিল। এ দৃশ্য দেখে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন মওলা সাহেদ ছায়া। কথা কাটাকাটির এক পর্যায়ে মওলা সাহেদ ছায়াকে ছুরিকাঘাত করেন দেলোয়ার ও ওসমান। পরে স্থানীয়রা মওলা সাহেদ ছায়াকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। এ ঘটনায় কচ্ছপিয়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান জানিয়েছেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।