

সোয়েব সাঈদ, রামু।।
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় পড়ে প্রাণ হারিয়েছেন আলী আহমদ নামের বয়োবৃদ্ধ ব্যক্তি।
রবিবার (৭ জানুয়ারি) দুপুর একটার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহত আলী আহমদ (৮২) জোয়ারিয়ানালা হাসপাতাল পাড়ার মৃত আজম উল্লাহর ছেলে।
আলী আহমদের ছেলে জুলফিকার আলী ভূট্টো জানান, সকালে ভোট কেন্দ্রে যান তার বাবা। ভোট প্রদানের পর রেল দেখার জন্য বাড়ির পাশর্^বর্তী রেল লাইনে যান। এসময় অসতর্কতার কারণে চট্টগ্রাম অভিমুখি কক্সবাজার এক্সপ্রেস নামক ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।
এ ব্যাপারে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান রেলের ধাক্কায় আলী আহমদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।