রামুতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সোয়েব সাঈদ, রামু: কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. কবির হোসেন বলেছেন, বিষমুক্ত ও টাটকা শাকসবজি সুস্বাস্থ্য গঠনে সহায়ক। বাড়ির আঙ্গিনা, অনাবাদি ও পতিত জমিতে সহজে শাক সবজি চাষাবাদ করে একটি পরিবার নিজেদের চাহিদা মেটাতে পারে। এতে বাজারের খরচ যেমন সাশ্রয় হবে, তেমনি সতেজ, টাটকা শাক সবিজতে পরিবারের পুষ্টি নিশ্চিত হবে। এজন্য বর্তমান সরকার অনাবাদি, পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী প্রান্তিক পর্যায়ের কৃষকদের সম্পৃক্ত করে এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করছে। এ প্রকল্পের মাধ্যমে কৃষকরা নানাভাবে উপকৃত হচ্ছে। প্রকল্পের উপকারভোগীর প্রশিক্ষণের পাশাপাশি বীজ, ফলের চারা, সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দেয়া হচ্ছে। এছাড়াও কৃষি বিভাগের কর্মকর্তারা নিয়মিত এসব পুষ্টি বাগান তদারক করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সার্বিক সহায়তা দিচ্ছে। কৃষি বিভাগের দেয়া এ সুযোগ কাজে লাগিয়ে বাড়ির আঙ্গিনা, পতিত ও অনাবাদি জমিতে বেশী করে শাক সবজির চাষাবাদ করতে হবে। এতে কৃষকরা হবে লাভবান, দেশ হবে সমৃদ্ধ। রামুতে অনাবাদি, পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ পরিচালক মো. কবির হোসেন এসব কথা বলেন।

বৃহষ্পতিবার, ২১ মার্চ দুপুুরে রামু উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, রামু উপজেলা কৃষি অফিসার তানজিলা রহমান। এতে প্রশিক্ষক ছিলেন, রামু উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুশান্ত দেবনাথ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোরশেদ আলম খন্দকার, উপ সহকারি কৃষি অফিসার আনোয়ার হোসেন ও উপ সহকারি কৃষি অফিসার রেজাউল করিম বাবু। অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশ নেয়া কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।