রামুতে প্রজন্ম ‘৯৫ এর উদ্যোগে বৃত্তি প্রদান ও যাকাত বিতরণ

সোয়েব সাঈদ, রামু: বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেছেন, সামাজিক জনকল্যাণমূলক নানা কর্মকান্ডের পাশাপাশি কক্সবাজারের রামুতে শিক্ষার প্রসারে অনন্য অবদান রাখছে প্রজন্ম ‘৯৫। এলাকার সার্বিক উন্নয়নে এভাবেই সবাইকে এগিয়ে আসতে হবে। গতকাল রোববার (৭ এপ্রিল) বিকালে রামু স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে প্রজন্ম ‘৯৫ আয়োজিত বৃত্তি প্রাপ্তদের পুরষ্কার প্রদান, দুস্থদের যাকাত বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি এ কথা বলেন।

রামুর কৃতি সন্তান নরসিংদী জেলা প্রশাসক ও প্রজন্ম’৯৫ এর সভাপতি ড. বদিউল আলম পাভেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম, কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আবুল মনসুর প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ ও রামু উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজের সহকারী অধ্যাপক নীলোৎপল বড়ুয়া বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বৃত্তি পরিচালনা পর্ষদের আহবায়ক মোহাম্মদ নজিবুল আলম। বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন, ফুয়াদ আল আহাদ।

অনুষ্ঠানে হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি আক্ষেপ করে বলেন, জেলার প্রাচীন বিদ্যাপীঠ রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়টির বর্তমানে খুব বেহাল অবস্থা। এটি রক্ষায় প্রজন্ম ‘৯৫ সদস্যদের এগিয়ে আসতে হবে। বর্তমানে প্রাচীন এ বিদ্যালয়টি অভিভাবকহীন হয়ে পড়েছে এ কথা জানিয়ে হুইপ বলেন,সম্প্রতি এ বিদ্যালয়ে গিয়ে আমি খুবই হতাশ হয়েছি। শ্রেণি কক্ষগুলো ময়লা-আবর্জনায় ভরা। অনেক কক্ষের দরজা-জানালা জরাজীর্ণ। বেশিরভাগ শিক্ষক যথাসময়ে বিদ্যালয়ে আসেননা,আসলেও দলাদলিতেই ব্যস্থ থাকেন। যে কারণে বিদ্যালয়টি শিক্ষার গুণগতমান দিন দিন তলানীতে যাচ্ছে। এটি রামুবাসীর জন্য চরম দূঃখজনক ও লজ্জার বিষয়।

এ সময় হুইপ বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর আহম্মদের নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তদন্ত কমিটি প্রায় ৬ মাস আগে প্রতিবেদন জমা দেওয়া হলেও কোন ব্যবস্থা নেয়নি। এবং এজন্য তিনি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়ি করেন। এবং জেলার প্রাচীন এ বিদ্যাপীঠকে বাঁচাতে প্রজন্ম ‘৯৫ কে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নরসিংদী জেলা প্রশাসক ও প্রজন্ম’৯৫ এর সভাপতি ড. বদিউল আলম পাভেল বলেন, সুশিক্ষিত প্রজন্ম ও সমৃদ্ধ দেশ গড়ার প্রয়াসে প্রজন্ম ’৯৫ শিক্ষা ট্রাস্ট এর উদ্যোগে ২০১৪ সাল থেকে প্রজন্ম ’৯৫ বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে। মূলত শিক্ষার্থীদের মেধার বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার পাশাপাশি এলাকার শিক্ষার প্রসারে এ উদ্যোগ। এ সময় তিনি বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষর্থীকে অভিনন্দন জানান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- সাংবাদিক সুনীল বড়ুয়া, প্রজন্ম’ ৯৫ এর সাধারণ সম্পাদক রেজাউল আমিন মোরশেদ ও প্রজন্ম ৯৫ বৃত্তি পরিচালনা পর্ষদের সদস্য সচিব ছালামত উল্লাহ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রজন্ম’৯৫ বৃত্তি পরীক্ষা ২০২৩ এ বৃত্তিপ্রাপ্ত ১৩ জন শিক্ষার্থীদের বৃত্তি, সনদ, প্রাইজ মানি ও ক্রেস্ট বিতরণছাড়াও রামুর মন্ডলপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবার ও একটি অসুস্থ শিশুর জন্য যাকাত ফান্ড থেকে নগদ অর্থ বিতরণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল।

প্রসঙ্গ রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে রামুর ঐতিহ্যবাহী সংগঠন প্রজন্ম ’৯৫ শিক্ষা ট্রাস্ট এর উদ্যোগে ২০২৩ সালের ২ ডিসেম্বর অষ্টমবারের মত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে রামু উপজেলার ২১ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এবারের পরীক্ষায় ট্যালেন্টপুলে তিনজন এবং ইউনিয়ন ভিত্তিক ১০ জনসহ মোট ১৩ জন শিক্ষার্থী বৃত্তি প্রদান করা হয়। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হল, যথাক্রমে ঐন্দ্রিলা বড়ুয়া, ফুয়াদ আল আহাদ ও নওশিন তারান্নুম। তিনজনই বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।

এছাড়াও ইউনিয়ন পর্যায়ে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে মেধানুসারে যথাক্রমে- কাউয়ারখোপ ইউনিয়ন থেকে হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আরফিন আবরা রীম, ফতেখাঁরকুল ইউনিয়ন থেকে রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের তারণ্য বড়ুয়া ইশা, রাজারকুল ইউনিয়ন থেকে রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ-এর সাদিয়া আশরাফ সিফা, খুনিয়া পালং ইউনিয়নের আল ফুয়াদ একাডেমী উচ্চ বিদ্যালয়ে ছাত্রী সারজানুর করিম সোহা, ঈদগড় ইউনিয়নের ঈদগড় আমীর মুহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাছিং খাইন, চাকমারকুল ইউনিয়নের জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের মো. ইসমাইল হোসেন, জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আপনান সাঈদ তুহিন, রশিদ নগর ইউনিয়নের পানিরছড়া এসএইচডি মডেল হাইস্কুলের ছাত্রী তাজনুভা তাজরিন তাজভি, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রোজিনা ও গর্জনিয়া ইউনিয়নের গর্জনীয়া উচ্চ বিদ্যালয়ের সোমি আকতার।

এছাড়াও অনুষ্ঠানে পানিরছড়া এসএইচডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন, রামু সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক, কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হোসাইন আহমদ আনসারী, রাজারকুল জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, উখিয়া ডিগ্রি কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা বখতেয়ার আহমদ, প্রবীণ শিক্ষক মুজিবুল হক, মাস্টার মো. মীর কাসেম, রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক ইজত উল্লাহ, দক্ষিণ মিঠাছড়ি আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবুল কালাম আজাদ, রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন রকিসহ দুই শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মনোনীত হওয়ায় এবং রামুর কৃতি সন্তান প্রজন্ম’৯৫ এর সভাপতি ড. বদিউল আলম পাভেল নরসিংদী জেলা প্রশাসক নিযুক্ত হওয়ায় প্রজন্ম’৯৫ এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সুপার মাওলানা মুহম্মদ রফিক। সবশেষে অনুষ্ঠানে আগত অতিথি, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও প্রজন্ম’৯৫ এর সদস্যরা ইফতার আয়োজনে অংশ নেন।