রামুতে সোশ্যাল এইড এর সেলাই প্রশিক্ষণ উদ্বোধন

প্রতিনিধি, রামু।।
রামুতে সোশ্যাল এইড বাংলাদেশ এর উদ্যোগে নারীদের সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে। গত শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী সকালে রামুর ফতেখাঁরকুলে সোশ্যাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রামু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নিরুপম মজুমদার।

বেসরকারি সংস্থা সোশ্যাল এইড বাংলাদেশ এর চেয়ারম্যান প্রসূন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরে আলম মজুমদার, রামু উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের ভারপ্রাপ্ত সভাপতি তরুণ বড়ুয়া, রামু উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নুরুল হক চৌধুরী, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, মেরংলোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. হারুন অর রশিদ, রামু উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের সদস্য মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, ফতেখাঁরকুল ইউপি সদস্য মো. ইউনুস ও রামু উপজেলা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রীস্টান সম্প্রীতি পরিষদের সাধারণ সম্পাদক দোলন ধর। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সোশ্যাল এইডের প্রোগ্রাম ম্যানেজার এম নাসির উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদার বলেন- সমৃদ্ধ জাতি গঠনে কারিগরী শিক্ষার বিকল্প নেই। অবহেলিত জনগোষ্ঠীর জন্য কারিগরি শিক্ষায় জোর দেয়ায় সোশ্যাল এইড কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রশিক্ষণ কোর্সটি রামু উপজেলায় পিছিয়ে পড়া, দরিদ্র, প্রতিবন্ধী, বিধবা ও স্বল্প আয়ের  মানুষের  জীনযাত্রার মান উন্নয়নে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সহায়ক হবে।

এতে আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষণ সেন্টরের প্রশিক্ষক সোনিয়া চাকমা, সহকারী প্রশিক্ষক হামিদা জাহান, অফিস সহকারী মোহাম্মদ মুবিন ও ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ ছৈয়দ আলম।

সোশ্যাল এইড বাংলাদেশ এর চেয়ারম্যান প্রসূন বড়ুয়া জানিয়েছেন- রামু উপজেলায় পিছিয়ে পড়া, দরিদ্র, প্রতিবন্ধী, বিধবা ও স্বল্প আয়ের  মানুষের  জীনযাত্রার মান উন্নয়নে দক্ষ জনশক্তি গড়ে তুলতে এ সেলাই প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। ৪ মাস মেয়াদী এ প্রশিক্ষণে সুবিধা বঞ্চিত ১২ জন নারী অংশ নিচ্ছে। প্রশিক্ষণ কোর্সটি পরবর্তীতেও চলমান থাকবে।