রামুর আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

রামু প্রতিনিধি: কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ে ৩দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।

রবিবার, ৪ ফেব্রুয়ারি সকালে বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন, আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ। এসময় অতিথিদের সম্মানে মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করে বিদ্যালয়ের সুসজ্জিত স্কাউটস দল। কুচকাওয়াজ পরিচালনা করেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল হোছাইন।

পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ।

বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন পরিষদের আহবায়ক জাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ আবদুর রহিম, মোহাম্মদ শমশাদ আলী, ইয়াছমিন আকতার, সিরাজুল ইসলাম, আহমদ সিফাত, এরশাদ উল্লাহ, খোরশেদুল ইসলাম, ইউসুফ মির্জা, করিম উল্লাহ, জয়সেন ধর প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ বলেন- নিয়মিত পাঠদানের পাশাপাশি ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি চর্চাসহ সকল সৃজনশীল কর্মকান্ডে ছাত্রছাত্রীদের আরও বেশী সম্পৃক্ত হতে হবে। এতে শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মেধা ও মননের বিকাশ ঘটে। নিয়মিত সৃজনশীল এসব বিষয়ে চর্চা অব্যাহত রাখলে এ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্থানীয় ও জাতীয় পর্যায়ে ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় অবদান রাখতে সক্ষম হবে।

বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন পরিষদের আহবায়ক জাহেদুল ইসলাম জানিয়েছেন- ইতিপূর্বে প্রতিযোগিতার বাচাই সম্পন্ন হয়েছে। রবিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী চূড়ান্ত প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৫ শতাধিক ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে।