রামুর ঘিলাতলি বিট কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁনকে বিদায় ও নবাগত বিট কর্মকর্তাকে বরণ

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার।।
রামু গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাটা বেলতলি বন সংরক্ষণ গ্রাম কমিটির উদ্যোগে ঘিলাতলি বনবিট কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খাঁন বিদায় ও নবাগত বিট কর্মকর্তা ফরেস্টার আবদুস সাত্তারকে বরণ অনুষ্ঠান হয়েছে।

বেলতলি বন সংরক্ষণ গ্রাম কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক, সাংবাদিক এস এম হুমায়ুন কবির এর সভাপতিত্বে বুক কিপার এস এম লুৎফর কবির এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাঁকখালি রেঞ্জ অফিসার সরওয়ার জাহান।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বেলতলি বন সংরক্ষণ গ্রাম ( এফসিভি) কার্যালয়ে অনুষ্ঠিত বরণ ও বিদায় অনুষ্ঠান বেলতলি বন সংরক্ষণ গ্রাম কমিটির সদস্য সৈয়দ হোসেনের সুরেলা কন্ঠে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়।

বিশেষ অতিথি হিসাবে একে একে বক্তব্য রাখেন ঘিলাতলি বনবিটের বিদায়ী বিট কর্মকর্তা ফরেস্টার আনোয়ার হোসেন খাঁন, নবাগত বিট কর্মকর্তা ফরেস্টার আবদুস সাত্তার, ঘিলাতলি বন সংরক্ষণ গ্রাম কমিটির সভাপতি নুরুল আলম, নেকম সংস্থার ফিল্ড অফিসার টিটু বিশ্বাস,বাঁকখালি সদর বিট কর্মকর্তা ফরেস্টার কুদ্দুসুর রহমান , ঘিলাতলি বনবিট সহকারী বিট কর্মকর্তা ফরেস্টার রাকিবুল হাসান, বেলতলি বন সংরক্ষণ গ্রাম কমিটি সদস্য বদিউল আলম, আবু তাহের প্রমুখ।

অনুষ্ঠানে বেলতলি বন সংরক্ষণ গ্রাম কমিটি’র উপকারভোগীরাও উপস্থিত ছিলেন।