রামুর পূর্ব রাজারকুল নাগরিক উন্নয়ন সংস্থার অভিষেক অনুষ্ঠান

।। সোয়েব সাঈদ, রামু।।
রামু উপজেলার রাজারকুলে নবগঠিত “নাগরিক উন্নয়ন সংস্থা”র নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক, আলোচনা সভা ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ৪ মার্চ সন্ধ্যা ৭ টায় পূর্ব রাজারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজনকে ঘিরে চলে নানা আনন্দায়োজন।

রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান মুফিজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাফর আলম চৌধুরী। এতে প্রধান আলোচক ছিলেন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম ভুট্টো। বিশেষ আলোচক ছিলেন- কাউয়াখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাফর আলম চৌধুরী বলেছেন- ছাত্র তরুন যুবকদের বাদ দিয়ে একটি দেশের উন্নয়ন-অগ্রাযাত্রা সম্ভব নয়। সামাজিক অপরাধ, বাল্য বিয়ে ও মাদক প্রতিরোধে ছাত্র তরুন যুবকদের সবচেয়ে বেশী ভূমিকা রাখতে হবে। এজন্য প্রথমে নিজেদের আদর্শ চরিত্রের অধিকারি হতে হবে। যেখানে ছাত্র যুব সমাজ ঐক্যবদ্ধ হয়, সেখানে অন্যায়-অবিচার চলতে পারেনা। সমাজ ও দেশকে এগিয়ে নিতে হলে ছাত্র-যুবগোষ্ঠিকে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকান্ডে সম্পৃক্ত হতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুনিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মাবুদ, রামু উপজেলা যুবলীগ সভাপতি পলক বড়য়া আপ্পু, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তপন মল্লিক, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদ আলী খান, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রতন বড়ুয়া, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ফরিদুল আলম মেম্বার, পূর্ব রাজারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন, রাজারকুল ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন বড়ুয়া, ব্যবসায়ি কামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য রিটন বড়ুয়া, এ্যাডভোকেট তানভীর শাহ, রাজারকুল ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি একেরাম মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আলী হোসেন মেম্বার, পূর্ব রাজারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মমতাজ আহমদ, সাবেক সভাপতি নুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাকিম আলী, যুবনেতা ইমাম হোসেন ইমরান, কাউয়ারখোপ ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোস্তাক আহমদ, সাধারণ সম্পাদক বদিউল আলম, চৌমুহনী বণিক সমবায় সমিতি লি. এর কার্যকরী সদস্য মো. হোছাইন, হক লাইব্রেরীর স্বত্ত্বাধিকারী ছৈয়দ করিম, প্রবাসী আবুল মনছুর সাহেদ, রাজারকুল পান বরজ সমিতির সভাপতি মো. হোছন, সমাজসেবক আব্দু শুক্কুর প্রমূখ।

পূর্ব রাজারকুল নাগরিক উন্নয়ন সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাহেরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে  সংগঠনের সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন- সভাপতি মো. হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক রেজাউল করীম, সহ সভাপতি মো. মোজাম্মেল, নুরুল আলম, তারেক আজিজ, আবদু শুক্কুর, রাশেদ কামাল ও মূর্শেদ আলম, অর্থ সম্পাদক মো. জাহিদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. হামিদুল হক।