

সোয়েব সাঈদ, রামু।।
রামুতে জাতিসংঘ ভলান্টিয়ার্স বাংলাদেশ কর্তৃক সম্মাননা প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন সূর্যের হাসি ফাউন্ডেশনের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলনমেলা উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রামুর ইন্টারন্যাশনাল এ্যামিউজমেন্ট ক্লাব কনভেনশন হলে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠান উদ্বোধন করেন, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, র্যাব-১৫ এর উপ অধিনায়ক মেজর মো. শরীফুল আহসান। সূর্যের হাসি ফাউন্ডেশনের উপদেষ্টা ও কক্সবাজার সিটি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন- সূর্যের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল হক বুলবুল।
সংগঠনের উপদেষ্টা মাস্টার জামাল হোছাইন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, সূর্যের হাসি ফাউন্ডেশনের উপদেষ্টা রোমানা আফরোজা, খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজিবুল আলম, দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হামিদুল ইসলাম, সূর্যের হাসি ফাউন্ডেশনের চীফ লিগ্যাল অফিসার আবদুল্লাহ আল মামুন, চাকমারকুল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোস্তাক আহমেদ, অসহায় মানুষের খোঁজে (অমাখোঁ) এর প্রতিষ্ঠাতা শরিয়ত উল্লাহ প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- হারুন অর রশিদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন- সূর্যের হাসি ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১৯ সালে জাতি সংঘ ভলান্টিয়ার্স বাংলাদেশ কর্তৃক ১০ টি শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে এ সংগঠন স্থান পেয়েছিলো। সংগঠনটি বর্তমানে ১৪টি সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। শিক্ষা, চিকিৎসা, গৃহায়ন এর মধ্যে অন্যতম। যুবসমাজকে সম্পৃক্ত করে ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষে সূর্যের হাসি ফাউন্ডেশন কার্যক্রম পরিচালনা করছে। এরমাধ্যমে নেতৃত্বের বিকাশ, জীবনমুখি শিক্ষা এবং সেবার মানসিকতা সৃষ্টি করে দেশের কল্যাণে কাজ করতে যুব সমাজকে উদ্ধুদ্ধ করা হচ্ছে।
সূর্যের হাসি ফাউন্ডেশনের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলনমেলা উপলক্ষ্যে দিনব্যাপী আয়োজনে ছিলো শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা, সংবর্ধনা, সংগঠনের কার্যক্রম উপস্থাপন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজ। এ আয়োজনে অতিথিবৃন্দসহ সংগঠনের শত শত স্বেচ্ছাসেবী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।