রামু চৌমুহনী বণিক সমবায় সমিতিন সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান

।। প্রতিনিধি, রামু।।
রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লিঃ এর সাধারণ সভা ও নব নির্বাচিতদের অভিষেক  অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মার্চ) রাতে রামু  এসএস সম্রাট কনভেনশন হল  প্রাঙ্গনে অভিষেক  অনুষ্ঠান ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বণিক সমবায় সমিতির সভাপতি রফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় সভায়  বক্তব্য রাখেন ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, রামু উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী, সমিতির  উপদেষ্টা নবু আলম, সিনিয়র সদস্য মাস্টার নুরুল আমিন, শহীদুল্লাহ সিকদার, শফিউল্লাহ মনছুর, অসিত বড়ুয়া বাবুলু কোম্পানী, সিরাজুল হক মেম্বার, বাংলাদেশ মানবাধিকার কমিশন রামু উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ আহমদ, হুইপ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপির ব্যক্তিগত সরকারি আবু বকর ছিদ্দিক, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবুল কাসেম খান  সদস্য আবু তাহের ও আল মাহমুদ ভূট্টো, সমিতির নবনির্বাচিত সভাপতি রুহুল আমিন রকি,সাধারণ সম্পাদক খোরশেদ আলম,সহ সভাপতি   মোঃ আনোয়ারুল  হক, কোষাধ্যক্ষ ডা. শামিমুল আরশাদ, সমিতির নবনির্বাচিত কার্যকরী সদস্য লোকমান হাকিম, এইচএম মাসুদ, আবুল কাউছার খোকন,মোবারক হোসেন, আজিজুল হক, সমিতির বর্তমান কমিটির সহ সভাপতি ইব্রাহিম, কোষাধ্যক্ষ সম্পাদক চম্পক বড়ুয়া জুয়েল, কার্যকরী সদস্য আজিজুল হক, নুরুল হক, নুরুল আমিন ভৃট্টো, মো. হোসেন, সমিতির সদস্য আলহাজ্ব নুরুল হক নূরু, মাওলানা আমিন উল্লাহ, ফয়েজ উদ্দিন রাশেদ, জেহাদ হাসান সম্রাট, নুরুল কবির প্রমূখ।

অভিষেক অনুষ্ঠান ও সাধারণ সভায় নবনির্বাচিতদেরকে ফুল দিয়ে বরণ এবং ক্রেষ্ট প্রদান করা হয়।

সভায়  উপস্থিত ছিলেন রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, বর্তমান সভাপতি নীতিশ বড়ুয়া সহ-সভাপতি খালেদ হোসেন টাপু, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, রামু মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আনছারুল হক ভূট্টো।

এদিকে সাধারণ সভায়  আগামী তিন বছরের জন্য নবনির্বাচিত কমিটি দায়িত্ব পালনের জন্য সকল সাধারণ সদস্যদের কাছে প্রস্তাব দিলে তারা হাত তুলে সমর্থন জানান এবং সাধারণ সভায় নব নির্বাচিত কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুষ্ঠান শেষে সমিতির সদস্যদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়। সব শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।