রামু মানারাতুল উম্মাহ মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

।। সোয়েব সাঈদ, রামু।।
নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক নাগরিক তৈরীর অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত রামু মানারাতুল উম্মাহ মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার, ১১ মার্চ সকালে রামুর প্রাণকেন্দ্র বাইপাস সংলগ্ন সিকদারপাড়া সড়কে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও ফতেখাঁরকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম।

মানারাতুল উম্মাহ মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- বাংলাবাজার আইডিয়াল ইন্সটিটিউট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা পরিষদ সদস্য ফরিদুল আলম বলেন- ২০৪১ সালের মধ্যে দেশকে বিশে^র উন্নয়নশীল দেশে পরিনত করতে হলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে কেবল শিক্ষকমন্ডলী নয়, অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষাঙ্গনের বাইরে শিশুর সদাচরণ এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা এখন সময়ের অপরিহার্য দাবি। এ প্রতিষ্ঠানটি কাংখিত শিক্ষা নিশ্চিত করছে। এ ধরনের প্রতিষ্ঠানের উন্নয়নে সার্বিক সহায়তা দেয়া হবে।  

প্রধান আলোচক বাংলাবাজার আইডিয়াল ইন্সটিটিউট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান বলেন- তথ্য প্রযুক্তির মোবাইল সংস্কৃতিক, অশ্লীলতা, মাদকসহ নানা অসামাজিক কর্মকান্ডের প্রসারে দেশের ছাত্র-যুব সমাজ ভেসে যাচ্ছে। অবক্ষয়ের ভয়াল এ সময়ে মানারাতুল উম্মাহ মডেল মাদরাসা আদর্শ নাগরিক সৃষ্টিতে প্রশংসনীয় অবদান রাখছে। এখানে সাধারণ শিক্ষার পাশাপাশি মহাগ্রন্থ আল কোরআন শিক্ষা দেয়া হচ্ছে। যার ফলে শিশুরা বিশুদ্ধ শিক্ষা অর্জন করছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একদিন জাতির পরিবর্তন আনবে। এ ধরনের জাতি পরিবর্তনের মহান স্বপ্ন বাস্তবায়নে যারা এগিয়ে এসেছেন তাঁরা প্রশংসার যোগ্য।

মাদ্রাসার কো-অর্ডিনেটর হাফেজ মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিক, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, কক্সডিজিটাল গ্রুপের ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ওমর ফারুক, এমডি হেলাল উদ্দিন নেওয়াজ, অর্গানাইজিং ডিরেক্টর ও রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লি. এর নব নির্বাচিত অর্থ সম্পাদক ডা. শামীমুল আরশাদ। অনুষ্ঠানে মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র তাসনিমুল হাসান তানীম, জুলফিকার মাহবুব ও মাহফুজুর রহমান বক্তব্য রাখেন। সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা বশির উদ্দিন বলেন, কুরআন সুন্নাহর আলোকে ইসলামের সঠিক আকিদা ও শরী’আর অনুশীলন এবং সৃজনশীল প্রতিভা বিকাশ, সামাজিক, মানবিক, আধ্যাত্নিক গুণাবলি সৃষ্টির মাধ্যমে নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক নাগরিক হিসেবে শিক্ষার্থী গড়তে কাজ করছে মানারাতুল উম্মাহ মডেল মাদরাসা। প্রতিষ্ঠার মাত্র এক বছরের মধ্যে সেই লক্ষ্য পূরণে এ প্রতিষ্ঠান সফলতারা সাথে এগিয়ে যাচ্ছে। মাদরাসা এতদূর আসার পেছনে শিক্ষক, অভিভাবক, এলাকাবাসীর যথেষ্ট আন্তরিকতা রয়েছে। নিজেদের সন্তানদের নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়তে ওহীভিত্তিক শিক্ষা দিতে আহবান জানান তিনি।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন। এছাড়াও অনুষ্ঠানে অতিথিবৃন্দকে মাদরাসার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মাদরাসার শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।