রামু সেনানিবাসে গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার: রামু সেনানিবাসে তিন দিনব্যাপী প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট আজ শেষ হয়েছে।

গল্ফ এন্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজার এ টুর্নামেন্টের আয়োজন করে। এতে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোঃ মাসুদুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। ডাটা সফট সিস্টেম বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ডাঃ হাসান তাহের ইমাম ও উর্ধ্বতন কর্মকর্তা সহ কক্সবাজার অঞ্চলের সকল পর্যায়ের সেনা কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে দেশের বিভিন্ন অঞ্চল হতে ১২৫ জন গলফার অংশ নেন। যার মধ্যে ৯৫ জন পুরুষ এবং ৩০ জন মহিলা রয়েছেন।