শাহপরীর দ্বীপের ওপারে মায়ানমারে বোমা-গুলির শব্দ

আরিয়ান খান ,কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে বোমা বিস্ফোরণ ও গুলির ভারী শব্দ শোনা গেছে। গতকাল বুধবার সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত শাহপরীর দ্বীপ সীমান্ত থেকে এসব শব্দ শোনা যায়। এর আগে টেকনাফ সীমন্তে গত বৃহস্পতিবার রাতে রাখাইনে গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শুনেছে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। শাহপরীর দ্বীপের বাসিন্দা আব্দুল আমিন বলেন, ‘গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিয়ানমারে প্রচুর গোলাগুলির শব্দ শুনেছি।

মর্টার শেল ও বোমা বিস্ফোরণের বিকট শব্দও শোনা গেছে। মাঝেমধ্যে মর্টার শেলের বিকট শব্দে আমাদের বাড়িঘর কেঁপেছে। সীমান্তের ওপারে এ ধরনের গোলাগুলি এর আগে সপ্তাহখানেক বন্ধ ছিল।’ সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম বলেন, সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সীমান্তের কয়েকটি গ্রাম থেকে মিয়ানমারের রাখাইনে গোলাগুলির শব্দ শোনা গেছে।

গতকাল সকাল থেকে সীমান্ত এলাকায় মিয়ানমারের গোলাগুলির ভারী শব্দ শুনেছে লোকজন। বিভিন্ন সীমান্ত থেকে লোকজন বলেছে, তারা মর্টার শেল ও বোমা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পেয়েছে।

এ বিষয়ে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যে নিজেদের অভ্যন্তরীণ সংঘাতের ঘটনায় রোহিঙ্গা বা যেকোনো জনগোষ্ঠীর এপারে অনুপ্রবেশ ঠেকাতে কোস্ট গার্ড নাফ নদে টহল জোরদার করেছে। শুরু থেকে নাফ নদে আমরা সতর্ক নজর রাখছি।