

এম.এ. রহমান সীমান্ত
কক্সবাজারের উখিয়ায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া আর্মি ক্যাম্পের যৌথবাহিনী চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয়।
যৌথবাহিনী সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে একটি সিএনজি তল্লাশির জন্য থামানো হলে চালক নির্দেশনা অমান্য করে পালানোর চেষ্টা করে। এ সময় চেকপোস্টে দায়িত্বে থাকা সেনাসদস্যরা চালক ও যাত্রীকে আটক করেন। পরে সিএনজিটি তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় ৯৯৩৫ পিস বার্মিজ ইয়াবা ও দুইটি বাটন ফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, উখিয়ার রাজাপালং ইউনিয়নের হিজলীয়া এলাকার জালাল উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন ও মৃত নুর আহমদের ছেলে জলু মিয়া।আটক ইয়াবা ব্যবসায়ী হেলাল উদ্দিন ও জলু মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উখিয়া থানায় নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।এই ধরনের মাদক ব্যবসা দেশের যুবসমাজকে ক্রমান্বয়ে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তাই প্রশাসন ও জনপ্রতিনিধিদের আরও কঠোর ব্যবস্থা নেওয়া আবশ্যক।
উখিয়া আর্মি ক্যাম্পের যৌথবাহিনী জানিয়েছে, মাদকচক্রকে নিয়ন্ত্রণ ও রোধ করতে অভিযান অব্যাহত থাকবে।