হোমিওপ্যাথিক চিকিৎসা নতুন নয়, এটি একটি গ্রহনযোগ্য চিকিৎসা সেবা: হুইপ কমল

সোয়েব সাঈদ, রামু।।
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, হোমিওপ্যাথিক চিকিৎসা নতুন নয়, এটি একটি গ্রহনযোগ্য চিকিৎসা সেবা। এ পেশায় সর্বত্র অনেক গুণী চিকিৎসক রয়েছেন। তারা ভালোভাবে চিকিৎসাসেবাও দিয়ে যাচ্ছেন। রামুতে স্পেশালাইজড হোমিওপ্যাথিক হাসপাতাল প্রতিষ্ঠা হয়েছে। এখানে ঢাকাসহ বিভিন্ন এলাকার স্বনামধন্য হোমিও চিকিৎসকরা নিয়মিত চিকিৎসা সেবা দেবেন।  এটি এ অঞ্চলের মানুষের জন্য অনেক বড় পাওয়া। এরফলে গরীব জনসাধারণও উপকৃত হবে। যাদের এলোপ্যাথি চিকিৎসা করার কিংবা ঢাকা-চট্টগ্রাম যাওয়ার সামর্থ্য নেই তারা এখানে সহজে চিকিৎসা সেবা পাবে। কেবল গরীব-অসহায় নয়, উচ্চ সামর্থ্যরে মানুষও বর্তমানে হোমিৎ চিকিৎসা সেবায় আস্থা রাখেন। এ হাসপাতালে চিকিৎসা সেবায় মানুষ উপকৃত হলে হোমিৎ চিকিৎসার প্রসার ও জনপ্রিয়তা আরও বেড়ে যাবে। হোমিৎপ্যাথিক চিকিৎসা সেবার মান বাড়াতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে।

রামুতে স্পেশালাইজড হোমিওপ্যাথিক হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি এসব কথা বলেন।

৯ ফেব্রুয়ারি, শুক্রবার সন্ধ্যায় রামুর চাকমারকুল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে আয়োজিত এ অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন- বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের সদস্য ডা. আশিষ শঙ্কর নিয়োগী। প্রধান আলোচক ছিলেন- বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের সদস্য ডা. কায়েম উদ্দীন। প্রধান সমন্বয়ক ছিলেন- স্পেশালাইজড হোমিওপ্যাথিক হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আহাম্মদ হোসেন ফারুকী।

রামু স্পেশালাইজড হোমিওপ্যাথিক হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ডা. ছলিম উল্লাহর সভাপতিত্বে এবং হোমিৎ চিকিৎসক ডা. নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ডা. হামিদ উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রামু সরকারি কলেজের অধ্যক্ষ মুজিবুল আলম, চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান সামশুল আলম, ফতেখাকুল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, রশিদনগর ইউনিয়নের চেয়ারম্যান এমডি শাহ আলম, জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক, বিশিষ্ট ব্যবসায়ি জাহাঙ্গীর হোসেন কোম্পানী প্রমূখ।

এরআগে অনুষ্ঠানস্থলে এসেই হুইপ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি স্পেশালাইজড হোমিওপ্যাথিক হাসপাতালের ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় মোনাজাত পরিচালনা করেন- মোহাম্মদ ইব্রাহীম। পরে প্রধান অতিথি হাসপাতালটি ঘুরে দেখেন।