অসহযোগ আন্দোলনের ডাকে মাটিরাঙ্গায়  বিএনপির লিফলেট বিতরণ

মাটিরাঙ্গা প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করার লক্ষ্যে লিফটের বিতরণ করেছে মাটিরাঙ্গার বিএনপির নেতাকর্মীরা। 

শ‌নিবার (২৩ ডি‌সেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারের বিভিন্ন স্থানে জেলা ম‌হিলা দ‌লের সাধারণ সম্পাদক শাহেনা আক্তা‌রের নেতৃ‌ত্বে গণসংযোগ করে এসব লিফটের বিতরণ করা হয়। 

আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে ভোটারদের  ভোটকেন্দ্রে না যে‌তে নিরুউৎসা‌হিত ক‌রা হচ্ছে জানিয়ে শাহেনা আক্তার বলেন, অসহযোগ আন্দোলনের জোরদার করে এ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে। 

এ সময় মা‌টিরাঙ্গা উপ‌জেলা ম‌হিলা দ‌লের সভাপ‌তি মাজেদা আক্তার, সাধারণ সম্পাদক জরিনা বেগম, পৌর মহিলাদলের সভাপ‌তি জয়শ্রী দে, সাধারণ সম্পাদক তানজিলা সুলতান তার সাথে ছিলেন।