আলোকিত পাহাড় পত্রিকার খাগড়াছড়ি প্রতিনিধি নুরুল কবির আরমান এর মামার ইন্তেকাল; জানাজা দাফন সম্পন্ন

আলোকিত ডেস্ক।। আলোকিত পাহাড় খাগড়াছড়ি প্রতিনিধি সাংবাদিক নুরুল কবির আরমান এর মেঝ মামা ও চট্টগ্রাম লোহাগাড়া পদুয়া ইউনিয়নের মৌলভীপাড়া নিবাসী হাজি এজাহার মিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২৫ডিসেম্বর) আনুমানিক রাত ৯ টায় নিজ বাডিতে মহান আল্লাহর ডাকে সাড়া দেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯৩ বছর ।তিনি ৪ ছেলে, ২মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে রেখে গেছেন। মরহুম এজাহার মিয়া বার্ধক্য জনিত নানা রোগ ভুকছিলেন। তার ইন্তেকালের এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রবীণ এ মুরুব্বির ইন্তেকালে এলাকার সর্বস্তরের মানুষ তাকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ভিড় জমায়।

আজ (২৬ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১১ টায় মৌলভীপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মাওলানা আব্দুল লতিফের ইমামতিতে মরহুমের জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজায় আলেম-ওলামা, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত মুসল্লি অংশ গ্রহণ করেন। জানাজা শেষে সিকদার দীঘির পশ্চিম পাড় কবরস্থানে দাফন করা হয়।

মহান আল্লাহ! ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন ।আমীন

মরহুমের এন্তেকালে খাগড়াছড়ি হতে প্রকাশিত আলোকিত পাহাড় পত্রিকা পরিবার শোকাহত। বিদেশীর রুহের মাগফেরাত কামরা করছে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।