কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বনায়ন

আরিয়ান খান, কক্সবাজার: কক্সবাজার উত্তর বনবিভাগের মেহেরঘোনাসহ বিভিন্ন জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে গড়ে তোলা হয়েছে সবুজ বন। দুর্গম ও প্রত্যন্ত বনাঞ্চলগুলোয় বেড়ে উঠছে ওষুধিসহ নানা জাতের গাছ। তবে নানা ধরনের ঝুঁকি নিয়ে এসব পাহারা দেয়া ও পরিচর্যা করলেও বনকর্মীরা পান না ঝুঁকি ভাতা। যা প্রয়োজন বলে মনে করেন বনবিভাগের কর্মকর্তারাও।

কক্সবাজার উত্তর বনবিভাগের মেহেরঘোনা রেঞ্জের চারটি বিটের বনভুমি জুড়ে এখন শোভা পাচ্ছে সবুজ গাছ। একসময় এখানে গড়ে ওঠেছিল শতশত অবৈধ স্থাপনা। তবে আদালতের নির্দেশে উচ্ছেদ করা হয় অবৈধ স্থাপনাগুলো।

গত দুই বছরে এসব জায়গায় হাজার হাজার গাছের চারা রোপণ করেছে কক্সবাজার উত্তর বন বিভাগ। দখলের সব চিহ্ন মুছে দিয়ে বড় হয়ে উঠছে চারা গাছগুলো। এক সময়ের বননির্ভরশীল লোকজন এখন বনের পাহারাদার। নানা ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েও কাজ করছেন এই বনকর্মীরা।

বনভূমিতে সুফল প্রকল্পসহ অন্যান্য প্রকল্পের চারাগাছগুলো সুন্দর ভাবে বেড়ে উঠছে বলে জানান বনবিট কর্মকর্তা মুর্শেদ কবির।

এদিকে, বনের জমি দখলের সঙ্গে জড়িতদের কাজে বাধা দিলে নানাভাবে মামলা ও হুমকির শিকার হতে হয় বনকর্মীদের। এ অবস্থায় বনকর্মীদের ঝুঁকি ভাতার আওতায় নিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন কক্সবাজার উত্তর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা রিয়াজ রহমান।