

কাপ্তাই প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে দূর্নীতি প্রতিরোধে চিত্রাঙ্কন, রচনা ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪আগস্ট) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে দূর্নীতি দমন কমিশন সমন্বিত রাঙামাটি জেলা কার্যালয়ের আয়োজনে কাপ্তাই উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
শিক্ষক নুর জামালের সঞ্চালনায় এবং কাপ্তাই উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো শাহাদাৎ হোসেন চৌধুরী’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভার:) নেলী রুদ্র। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো কবির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মুন্না, কাপ্তাই উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা: প্রবীর খিয়াং, সহ-সভাপতি নুর বেগম মিতা,সদস্য ও প্রধান শিক্ষক মাহাবুব হাসান। বির্তক প্রতিযোগিতায় মডারেটর দায়িত্ব পালন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান।
বিচারকের দায়িত্ব পালন করে উপজেলা সহকারী তথ্য অফিসার মো দেলোয়ার হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি,একাডেমি সুপারভাইজার সোশেল চাকমা। বির্তক প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে ৪ টি স্কুল অংশ নেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হন কাপ্তাই উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় স্কুল প্রধান, শিক্ষক, প্রতিযোগী ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।