কেএমকেএস উদ্যোগে জনসচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে খাগড়াছড়ি মহিলা কল্যাণ সমিতি (কেএমকেএস)’র উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশন ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র অর্থায়নে প্রান্তিক নারী ও কিশোরীদের ক্ষমতায়নে কর্ম-উদ্যোগ প্রোগ্রাম আন্ডার উইমেন ভয়েস এন্ড লিডারশীপ প্রজেক্ট নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ ও জেন্ডার ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতামূলক সভা এবং নারী ও কিশোরীদের অধিকার বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪মার্চ) সকালে খাগড়াছড়ি সদর উপজেলাস্থ বড় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং দুপুরের দিকে পূর্ণ কার্বারী পাড়ায় নারীর ক্ষমতায়ন বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক নাটক প্রদর্শন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরপরেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে সচেতনতা সভায় বক্তারা,বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ ও জেন্ডার ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতামূলক বিষয়ক নানান পদক্ষেপ গ্রহণ করছে। সমতলের ন্যায় পাহাড়ের নারীরা পুরুষের সাথে সমান তালে এগিয়ে যাচ্ছে। এছাড়াও বাল্যবিয়ের কুফলসহ বিভিন্ন ধরনের জন-সচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করেন বক্তারা।

দিনব্যাপি এ অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর গীতিকা ত্রিপুরা। এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের নির্বাহী সদস্য চামেলী ত্রিপুরাসহ খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি(কেএমকেএস)’র অন্যান্য সদস্য, জনপ্রতিনিধি,সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।