খাগড়াছড়িতে চার শতাধিক রোজাদারদের সেনাবাহিনী সদর জোনের ঈদ উপহার বিতরণ

।। প্রতিনিধি, খাগড়াছড়ি।।
পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়িতে চার শতাধিক রোজাদার পরিবারদের সেনাবাহিনী সদর জোনের ঈদের শুভেচ্ছাস্বরূপ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে খাগড়াছড়ি সদর জোনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি।

বিতরণকালে রিজিয়ন কমান্ডার বলেন, পবিত্র মাহে রমজান ও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আপনাদের জন্য এই ক্ষুদ্র উপহার। ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলে আমরা এক সাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো। আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে ভবিষ্যতেও এই ধরণের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যহত রাখতে পারি।

এসময় খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লে. কর্নেল মো. আবুল হাসনাত জুয়েল, পিএসসি, সদর জোনের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল, কিউএম ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম সহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।