

।। প্রতিনিধি, খাগড়াছড়ি।।
পার্বত্য খাগড়াছড়িতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা ক্রিকেট লীগ ও ভলিবল টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯মার্চ) সকালে জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খেলার উদ্বোধন করেন।

ক্রিকেট উপ কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিন সহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও খেলোয়াড়রা।