 
                     
।। স্টাফ রিপোর্টার।।
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার করেছেন।
শুক্রবার (২৯মার্চ) বিকালে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ার সংলগ্ন ফোর ক্যাফে এন্ড রেস্টুরেন্টে এ সভা করা হয়।
এসময় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমের সভাপতিত্বে উন্মুক্ত আলোচনায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান, সহ-সভাপতি মোঃ নুরুল আজম, সাধারণ সম্পাদক আবু দাউদ, অর্থ সম্পাদক চিংমেপ্রু মারমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, সাংবাদিক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক কানন আচার্য, সাংবাদিক আব্দুর রউফ, সাংবাদিক দিদারুল আলম রাজু, সাংবাদিক মোঃ জসীম উদ্দিন মজুমদার, প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি জীতেন বড়ুয়া, প্রেসক্লাবের নির্বাহী সদস্য আজিম উল হক মতবিনিময় করেন।
সাংবাদিকদের প্রতি শান্তিপূর্ণ ও সুষ্ঠু একটি নির্বাচন আয়োজনে সহযোগীতা চেয়ে দিদারুল আলম বলেন, দীর্ঘ ৩২ বছর রাজনৈতিক জীবনে পথচলায় দল থেকে কখনো কিছু চাইনি। তেমন চাওয়া পাওয়াও ছিলোনা, না চেয়েও দলের নীতি নির্ধারণকারীদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। ছাত্রজীবন থেকে ছাত্রলীগ শেষে বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এলাকার সন্ত্রাস, মাদক নির্মূলসহ সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে সাংবাদিক নেতৃবৃন্দরা অতীতের মতো আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানানো হয়।
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়।
 
                             
               
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                 
                 
                 
                 
                 
                 
                