

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর জোন (অনন্য ত্রিশ) এর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও প্রীতিভোজ আয়োজন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৫ফেব্রুয়ারি) খাগড়াছড়ি সদর জোন মাঠে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী এর শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান এবং এতে সভাপতিত্ব করেন জোন কমান্ডার লে. কর্নেল মো. আবুল হাসনাত জুয়েল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ডিজিএফআইয়ের ডেট কমান্ডার লেঃ কর্ণেল মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ, রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো: জাহিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, প্রমূখ। এছাড়াও সেনাবাহিনী কর্মকর্তা, বিজিবি’র কর্মকর্তা ও অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, অনন্য ত্রিশ অত্র এলাকায় আভিযানিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক, প্রশিক্ষণ ও খেলাধূলায় সফলতা ও সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। মহান স্বাধীনতা এবং সংবিধান রক্ষার আত্মপ্রত্যয়ে উজ্জীবিত ও আত্মত্যাগের মহিমায় উদ্দীপ্ত বিজয়ী অনন্য ত্রিশ।