

প্রতিনিধি, খাগড়াছড়ি।।
খাগড়াছড়িতে আসন্ন সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী খেলাধুলা প্রতিযোগিতা শুরু হয়েছে।
আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সকাল খাগড়াছড়ি সদর উপজেলাধীন দেবেন্দ্র মোহন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এটি অনুষ্ঠিত হয়।
আনুষ্ঠানিক এ খেলার উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় কার্বারী বিকাশ চন্দ্র ত্রিপুরা। পূজা উদযাপন কমিটির আয়োজনে ৪মাইল যৌথ খামার পাড়া, তৈবাকলায় পাড়া, কামিনী পাড়া ও ৫মাইল এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় এ আয়োজন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন পেরাছড়া ইউপির ৮নং সদস্য নির্মল ত্রিপুরা মন্টু, ৯নং ওয়ার্ড সদস্য কিশোর ময় ত্রিপুরা, গোলাবাড়ি ইউপির সদস্য সমাপন ত্রিপুরা, স্থানীয় ইউপির সাবেক মেম্বার জমেন্দ্র লাল ত্রিপুরা, প্রাক্তন শিক্ষার্থী খঞ্জন জ্যোতি ত্রিপুরা, সংবাদকর্মী দহেন বিকাশ ত্রিপুরা, উদ্যোক্তা খলেন জ্যোতি ত্রিপুরা, পাঁচ মাইল যৌথ খামার কার্বারী ননে রঞ্জন ত্রিপুরা, ৬মাইল নতুন পাড়ার কার্বারী স্বপন জ্যোতি ত্রিপুরা প্রমুখ।
খেলায় এবারে প্রায় ২০টির অধিক বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজক কমিটির সভাপতি দীপন ত্রিপুরা।
উল্লেখ্য, অত্র বিদ্যালয়ে বিগত ১৯৯২ সাল থেকে সরস্বতী পূজা অনুষ্ঠানের আয়োজন করেন কবি ও লেখক অলিন্দ্র ত্রিপুরা। তখন থেকে অধ্যাবধি পূজার আয়োজন করে আসছে বলে জানান এলাকাবাসী।