

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি।।
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর যথাযোগ্য মর্যাদায় ও যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৮মার্চ) মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। সভায় উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জহুরুল আলম প্রমূখ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) (অতিরিক্ত দায়িত্ব) ফেরদৌসী বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মো: মিজানুর রহমান, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আনোয়ার কবির, খাগড়াছড়ি কালেক্টর জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, পুরাতন লাইন্স জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম মাওলানা সালাউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
ঈদের প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগা মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টি হলে ঈদের জামাত খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
এর আগে খাগড়াছড়িতে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ জন অসহায় নারী-পুরুষকে যাকাতের নগদ অর্থ প্রদান করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এসময় তাদের ৯০ হাজার টাকা প্রদান করা হয়।
যাকাতের অর্থ বিতরণ কালে পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম, ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক মো. আনোয়ার কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জহুরুল আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।