খাগড়াছড়িতে একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি।।
অমর একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধা, ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ ও যথাযথ মর্যাদায় ভাষাশহীদদের স্মরণ করেছে জাতি। রাতের নিস্তব্ধতা ভেঙে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বেজে ওঠে কালজয়ী গান ‘‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’।

এ সময় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রথমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি। পুষ্পার্ঘ্য অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এর পর জেলা আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা দলের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় জেলা আ’লীগ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী শ্রদ্ধা জানান।

এর পর পর্যায়ক্রমে একে একে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদি।