খাগড়াছড়িতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি জেলা প্রশাসকের শ্রদ্ধা

।। স্টাফ রিপোর্টার।।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খাগড়াছড়িতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে তিনি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসক সহকর্মীদের নিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এসময় জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুনায়েদ কবীর সোহাগ সহ জেলা প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।