

।। স্টাফ রিপোর্টার।।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খাগড়াছড়িতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে বসবাসরত ত্রিপুরা ছাত্র সমাজের একমাত্র ছাত্র সংগঠন ‘ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ) পরিবার।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরার নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় কমিটি। এসময় খাগড়াছড়ি সদর উপজেলা-কলেজ শাখা, ইউনিয়ন উপশাখার নেতৃবৃন্দ এতে অংশ নেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংগঠনের নেতৃবৃন্দ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ও তাদের আত্মার সদগতি কামনা করেন।
এছাড়াও কেন্দ্রীয় ভাবে খাগড়াছড়িতে দিলেও বাকী মহানগর-জেলা-উপজেলা-আঞ্চলিক শাখার নেতৃবৃন্দরা প্রথম প্রহর ও ভোরে শহীদ বেদীতে ফুল দেওয়া হয় বলে সংগঠন সূত্র জানায়।