খাগড়াছড়িতে কৃষক মাঠ স্কুল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধি, খাগড়াছড়ি।।
খাগড়াছড়িতে তৃনমুল উন্নয়ন সংস্থার আয়োজনে জেলা পর্যায়ে কৃষক মাঠ স্কুল ক্লাস্টারের তথ্য ও কমিউনিটি নির্বাচন সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় খাগড়াছড়ি সদরের হোটেল গাইরিং এর সম্মেলন কক্ষে পার্টনারশিপ ফর রিজিলিয়েন্ট লাইভলিহুড ইন সিএইচটি রিজিওন (পিআরএলসি) প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় আলো’র নির্বাহী পরিচালক অরুন বিকাশ চাকমার সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ বাছিরুল আলম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: জসিম উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাফিজা আইরিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুস্মিতা খীসা, তৃণমূল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সুইচিং অং মারমা প্রমূখ।

এছাড়া খাগড়াছড়ি জেলা, লক্ষিছড়ি ও গুইমারা উপজেলার সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় উন্নয়ন সংস্থার প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।

দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক ও মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় প্রকল্পটি খাগড়াছড়ি জেলাধীন লক্ষিছড়ি ও গুইমারা উপজেলায় বাস্তবায়ন করছে তৃণমূল উন্নয়ন সংস্থা ও আলো। এর আওতায় ১৫৬ কমিউনিটির মধ্যে লক্ষিছড়ি উপজেলার ২৩০৯ পরিবার ও গুইমারা উপজেলার ২৩০৯ পরিবারকে কৃষক মাঠ স্কুল কার্যক্রমের আওতায় প্রশিক্ষণ ও জীবিকায়ন সুবিধা প্রদান করা হবে।