

প্রতিনিধি, খাগড়াছড়ি।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পার্বত্য জেলা খাগড়াছড়ির জন্য কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোট দানের সরঞ্জাম।
আজ শনিবার (৬ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার মিলনায়তনে প্রতিটি কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তারা এসে নির্ধারিত পয়েন্ট থেকে বুঝে নেন সরঞ্জামাদি এবং পুলিশ প্রহরায় নিয়ে যাওয়া হচ্ছে নির্ধারিত কেন্দ্রে।
কাল রবিবার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হবে ভোট। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে সব প্রস্তুতি সাড়তে শনিবার দুপুর থেকে শুরু হয় কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানোর কাজ।
খাগড়াছড়ি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সহিদুজ্জামান জানান, মোট ১৯৬টি কেন্দ্রের মধ্যে আজকে যাচ্ছে ৯৮ কেন্দ্রের ভোটদানের সরঞ্জাম। বাকী কেন্দ্রে কাল সকালে পাঠোনো হবে।
তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো, পরিবেশও সন্তোষজনক আছে। সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য এবং নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশ, বিজিবি, মোবাইল ফোর্স, টহল বাহিনী, র্যাব, সহ বিভিন্ন বাহিনী নিয়োজিত আছে।