খাগড়াছড়িতে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

।। স্টাফ রিপোর্টার ।।
খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও নারী অধিকার বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে খাগড়াছড়ির টাউন হল প্রাঙ্গণে অবস্থিত চেতনামঞ্চে এটি অনুষ্ঠিত হয়। খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির আয়োজনে কেএমকেএসের PRiME ও REWG প্রকল্প এসবের সহযোগিতা করে।

এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) নাজমুন আরা সুলতানা।

সভায় খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগম, পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার কনিকা খীসা, সাম্পারি চ্যারিটি হোমের চেয়ারপার্সন ও নারী উদ্যোক্তা শাপলা দেবী ত্রিপুরা, উইমেন রিসোর্স নেটওয়ার্কের সদস্য লালসা চাকমা প্রমুখ।

সভায় বক্তারা নারীর সমঅধিকার ও সমসুযোগ নিশ্চিত করতে নতুন করে উদ্যোগ গ্রহণ এবং বিদ্যমান চ্যালেঞ্জগুলোকে সুযোগে রুপান্তরিত করে সবার জন্য উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে একত্রিত হওয়ার পাশাপাশি নারীর সুরক্ষায় বিনিয়োগ বৃদ্ধিকরণের দাবি জানান।

এতে কেএমকেএসের REWG প্রকল্পের সমন্বয়কারী গীতিকা ত্রিপুরার সঞ্চালনায় ধারণা পত্র পাঠ করেন খুরশিদা আক্তার। এসময় অনুষ্ঠানে নারী অধিকার বিষয়ক কবিতা আবৃত্তি করেন পূনম বড়ুয়া, কাস্রাংতি ত্রিপুরা।

এরপরই ধীনা ড্যান্স একাডেমির শিল্পীদের নারী অধিকার ও সহিংসতা বিষয়ক নৃত্য পরিবেশনা এবং উইমেন এক্টিভিস্ট ফোরামের সদস্যদের “সাইবার ক্রাইম ও নিরাপত্তা’ বিষয়ে নাটক প্রদর্শনী করা হয়। এর আগে টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বনার্ঢ্য র্যালী শুরু হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাপ্ত হয়ে আলোচনা সভায় মিলিত হয়।
পাহাড়/খাগড়াছড়ি/দহেন