

নিজস্ব প্রতিবেদক।।
পার্বত্য খাগড়াছড়ি জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫জানুয়ারি) বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক আপিল বিভাগের বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
আজ বৃহস্পতিবার ( ২৫জানুয়ারি) সকালে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান । এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুক্তাধর পিপিএম (বার)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন।

কর্মশালার প্রথম ও দ্বিতীয় অধিবেশনে সাংবাদিকতার নীতিমালা এবং প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি এবং প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪-এর আলোকে সাংবাদিকদের করণীয় বিষয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো. নিজামুল হক নাসিম ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার রিসোর্স পারসন হিসেবে বক্তব্য উপস্থাপন করেন।
এ কর্মশালায় খাগড়াছড়ি জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। পরে তাঁদের সবার হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. নিজামুল হক নাসিম।