খাগড়াছড়িতে গীতা শিক্ষায় উদ্বুদ্ধ করণ, বার্ষিক মূল্যায়ন, সনদপত্র বিতরণ ও অভিভাবক সমাবেশ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি: “এসো গীতা শিখি, গীতা পড়ি ও সুন্দর জীবন গড়ি” এই স্লোহানকে সামনে রেখে সনাতন ছাত্র-যুব পরিষদ খাগড়াছড়ি সদর শাখা’র উদ্যোগে শ্রী শ্রী গীতা ও নৈতিক শিক্ষালয়ের শিক্ষার্থীদের গীতা শিক্ষায় উদ্বুদ্ধ করণ,বার্ষিক মূল্যায়ন এর সনদপত্র বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় জেলা শহরস্থ শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে খাগড়াছড়ি সদর শাখা’র সনাতন ছাত্র-যুব পরিষদের সভাপতি নয়ন আচার্য্য এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর সভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।

এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রিতময় সেন’র সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্যে পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন,সনাতন ছাত্র-যুব পরিষদের শ্রী গীতা ও নৈতিক শিক্ষালয়ের শিক্ষার্থীদের গীতা শিক্ষায় উদ্বুদ্ধ করণ ও বার্ষিক মূল্যায়ন এর সনদপত্র বিতরণ ও অভিভাবক সমাবেশ এমন কার্যক্রম প্রশংসনীয়। এমন সকল প্রশংসনীয় কার্যক্রমের জন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। আলোচনা সভা’র পরপরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ পত্র ও সম্মাননা স্বারক বিতরণ করা হয়।

এ সময় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট’র সহকারী প্রকল্প পরিচালক সজীব বিশ্বাস,শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব,শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটি’র সাধারণ সম্পাদক চন্তন কুমার দে,সনাতন ছাত্র-যুব পরিষদের উপদেষ্টা স্বপন দেবনাথ,সনাতন ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় কমিটি’র স্থায়ী কমিটি’র সদস্য রনজিৎ দে,সনাতন ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় কমিটি’র সভাপতি স্বপন ভট্টাচার্য্য প্রমূখ।