

খোকন দিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি।।
খাগড়াছড়িতে চুরিকৃত ল্যাপটপ ও মোবাইল উদ্ধারচোর চক্রের মূলহোতা গ্রেফতার, চোরাই ল্যাপটপ- মোবাইল দ্রুত সময়ের মধ্যে উদ্ধার ও চোরচক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০১এপ্রিল) দুপুরের দিকে খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর। ব্রিফিংকালে তিনি জানান, গত ৩০মার্চ রাতের খাবার খেয়ে যার যার ঘুমিয়ে পড়েন। এমন সময় সুকৌশলে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ল্যাপট ও ৪টি এন্ড্রয়েড মোবাইল চুরি করে নিয়ে যায়। পরে ১এপ্রিল ভুক্তভোগী রুমি চাকমা বাদী হয়ে অভিযোগের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানায় অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে একটি চুরির ঘটনার মামলা রুজু করা হয়।
মামলার তদন্তের প্রারম্ভে আধুনিক তদন্ত কৌশল, তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ করে সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে খাগড়াছড়ি সদর থানার একটি বিশেষ চৌকস দল গঠন করা হয়।পরে ৬ঘন্টায় বিজ্ঞানভিত্তিক তথ্য প্রযুক্তির সহায়তায় খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভোর রাতে খাগড়াছড়ি থানার ৩নং পৌর ওয়ার্ডের মুসলিম পাড়ার বঙ্গবন্ধু চত্বর থেকে ল্যাপটপ ও মোবাইলসহ মোঃ সাব্বির মিয়া(১৮)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী এ ঘটনার দায় স্বীকার করেছেন। মামলার তদন্তের প্রক্রিয়া চলমান রয়েছেন। ০৩নং পৌর ওয়ার্ড, মুসলিম পাড়া বঙ্গবন্ধু চত্বর এলাকা হতে অত্র মামলার চোরাই যাওয়া ১ টি ল্যাপটপ ও ০২ টি মোবাইল ফোন সহ আরামবাগ এলাকার মোঃ নাছির হকের ছেলে আসামী মোঃ সাব্বির মিয়া (১৮)-কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত) অত্র মামলার ঘটনার দায় স্বীকার করে এবং ইতিপূর্বেও বিভিন্ন স্থানে বিভিন্ন সময় উক্তরূপ ঘটনা ঘটিয়েছে মর্মে জানায়। মামলার তদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে। আসামীকে কোর্টের মাধ্যমে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
এ ঘটনায় পুলিশ সুপার মুক্তা ধর বলেন, খাগড়াছড়ি সদর থানা পুলিশের আন্তরিক প্রচেষ্টায় মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও চোরাইকৃত মালামাল সহ ঘটনার সাথে জড়িত আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে চোরাই মালামাল উদ্ধারসহ আসামী গ্রেফতার ও আসামীকে আইনের আওতায় আনতে পেরে খাগড়াছড়ি জেলা পুলিশ স্বস্তিবোধ করছে। ভবিষ্যতে এমন যেকোন অপরাধের ক্ষেত্রে জেলা পুলিশ যথাযথ আইনের প্রয়োগ ঘটিয়ে জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি জেলা পুলিশ সদা সচেষ্ট থাকবে প্রত্যয় ব্যক্ত করেন।