

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি।।
খাগড়াছড়িতে জেলা প্রশাসনের আয়োজনে “সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার” প্রতিপাদ্যে জাতীয় মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (১০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয় । পরে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মুক্তাধর পিপিএম (বার), সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, এ্যাড. মো. জসীম উদ্দিন মজুমদার সহ বিভিন্ন দপ্তরের ব্যক্তিবর্গ এতে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মানবাধিকার মানুষের মৌলিক অধিকার। মানবাধিকার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান । প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে । একজন মানুষের বেঁচে থাকা এবং সমাজে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মানবাধিকার অপরিহার্য । মানবাধিকার রক্ষার্থে বিভিন্ন দেশে মানবাধিকার কমিশনও গঠিত হয়েছে। মানবাধিকার কমিশন গঠন করার উদ্দেশ্য হলো কোথাও মানুষের অধিকার খর্ব হল কি না এ সব দেখা ও প্রতিকারের জন্য।