খাগড়াছড়িতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়িতে “সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্যে পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে একটি র্যালী শুরু করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউনহল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

আলোচনা সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সমাজসেবা বিভাগের আহবায়ক ক্যজরী মারমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবের, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ জসীম উদ্দিন প্রমুখ। এসময় শহর সমাজসেবার অফিসার মোঃ নাজমুল হাসান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, শাহিনা আক্তার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগম, জেলা মংস্য কর্মকর্তা ড. মঈন উদ্দিন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মংসুইপ্রু চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর কন্য শেখ হাসিনার নেতৃত্বে অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করছে, করে যাচ্ছে। পাহাড়ের প্রত্যেকটি সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া লেগেছে। অবাস্তবায়িত কার্যক্রমও বাস্তবায়ন হবে। এসব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭জানুয়ারী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের মার্কা, শেখ হাসিনার মার্কা, বঙ্গবন্ধুর মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।